সিপিবির সমাবেশ: দ্রুত নির্বাচনের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ১০:৪১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
সংস্কার আগে, নাকি নির্বাচন আগে—এ নিয়ে অহেতুক বিতর্ক চলতে থাকলে দেশ সংকটের মধ্যে পড়বে। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে শিগগির জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘ঢাকা সমাবেশে’ সিপিবি নেতারা এ দাবি জানান। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ঢাকায় বড় সমাবেশ করল সিপিবি। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সিপিবির কয়েক হাজার নেতা-কর্মী ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে লাল পতাকা মিছিল করেন।