জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন: সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ০৪:০৫ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন |
আজ রবিবার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যে গিয়েছিলেন সালাহউদ্দিন।
তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে।