সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবেন, চিকিৎসা নেবেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে
আগামীকাল রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ১০:২২ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন।
বিএনপির নেতারা বলেন, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন।
যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে।
সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে।