২০১৮ সালে রাতের ভোটের কারিগর ১১৬ ডিসি-এসপির বিরুদ্ধে তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১১:০৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রাতের ভোটের দায়িত্ব পালন করা ১১৬ জন সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের একাধিক কর্মকর্তা বলেন, এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ২০১৮ সালের আলোচিত 'রাতের ভোট'-এর নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের জয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছিলেন।
প্রাথমিকভাবে এসব কর্মকর্তা এবং তাদের পরিবারের কর-সংক্রান্ত নথিপত্র তলব করা হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানান। তাদের ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হবে; প্রয়োজনে তাদের সাময়িক বরখাস্তও করা হতে পারে।
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা সব ডিসি ও এসপিদেরকেএসপিকে তাদের কর ফাইল স্থানীয় কর কার্যালয় থেকে কর গোয়েন্দাট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিটে (কর গোয়েন্দা ইউনিট) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনবিআর।
কর ফাইলে ঘোষিত সম্পদের তথ্য তাদের সামাজিক জীবনযাত্রার ধরনের সঙ্গে মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের স্ত্রী/স্বামী এবং আত্মীয়দের কর ফাইলও তলব করা হতে পারে।
এ বিষয়ে এখনও এনবিআরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিটের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, '২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি ও এসপিদের কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার একাধিক বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছি আমরা।'
তিনি আরও বলেন, 'এই কর্মকর্তাদের কর ফাঁকি এবং অবৈধ সম্পদের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ জানানো হবে।'