তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে করা মানহানির মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:৩৭ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
শেখ মুজিবুর রহমানের সমালোচনা করার অভিযোগে নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে দাবি করে তিনি নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মানহানির অভিযোগে একটি মামলা করেন।