ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় এ প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৫:২৫ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে তিনটি জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেয়ায় এ প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে।
আজ শুক্রবার দিনাজপুর সরকারি কলেজ মাঠে কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা ২০২৪ উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেনো জানিনা আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। তিনি আহবান জানান, সবাই যেনো আমরা উঠে দাঁড়াই। এই সংকীর্ণতা থেকে উঠে দাঁড়াই। এরপর একটা সত্য সুন্দর পথ তৈরি করি। যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়িত করি। ’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরস্পরকে পরস্পরকে সম্মান করতে হবে। যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি থাকে, দেশের প্রকি ভালোবাসা যদি থাকে, তাহলে যে সুযোগ এসেছে তার সদব্যবহার করতে হবে।