৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে, ত্যাগীদের মূল্যায়ন হচ্ছে না শঙ্কা-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৫:২৮ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ বিক্ষোভ করেছেন।
৪১ ও ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা ইব্রাহিম-তমালের নেতৃত্বে শনিবার (৪ জানুয়ারি) সকালে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন মানসুর(৪১ ব্যাচ),সোহাগ(৪১ ব্যাচ), আমির(৪২ ব্যাচ), শাওন(৪২ ব্যাচ), শামীম (৪৩ ব্যাচ), রায়হান (৪৩ ব্যাচ), রিয়াদ(৪৩ ব্যাচ),মিজান(৪৪ ব্যাচ), আলাউদ্দিন(৪৫ ব্যাচ), রাজু(৪৫ ব্যাচ), রেজা(৪৫ ব্যাচ), শাহরিয়ার(৪৫ ব্যাচ), লাজু(৪৫ ব্যাচ), অন্তর(৪৬ ব্যাচ), হারুন(৪৬ ব্যাচ), সাদিক(৪৬ ব্যাচ), বৈশাখী (৪৯ ব্যাচ), লাবন্য (৫৩ ব্যাচ) প্রমুখ।
বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো জাবি ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম জাবিতে এক বার্তায় বৃহস্পতিবার জানান, ৩৯ থেকে ৪৬ ব্যাচ পর্যন্ত ছাত্রদল নেতাদের নতুন কমিটিতে রাখা হবে না। তাদের অন্য সংগঠনে যোগ্যতা অনুযায়ী পদ দেয়া হবে।
এমন প্রেক্ষাপটে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।
এদিকে, প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম জাবি আজ (৪ জানুয়ারি) সেগুন বাগিচার কচিকাঁচার মেলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলকে প্রধান অতিথি করে একটি সভা আয়োজন করেছে। অনুষ্ঠানের ব্যানারে দেখা যায় - রফিকুল ইসলাম বকুল ছাড়াও, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নাম। অথচ আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া শুক্রবার (৩ জানুয়ারি) ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে জানান, তিনি এবিষয়ে কিছু জানেন না। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি করার দায়িত্বই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে।
অভিযোগে উঠেছে, সেগুন বাগিচার কচিকাঁচার মেলায় বিকেলে সংঘর্ষ বাধার আশঙ্কায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের হোয়াসঅ্যাপ গ্রুপে ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল কেন্দ্রীয় ছাত্রনেতাদেরও ওই মিটিংয়ে আসার এবং শোডাউন করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রাক্তন নেতা সাবির, জুয়েল ও মিঠু বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদেরও টেলিফোন করে ওই মিটিয়ে আসার অনুরোধ করছেন। এবং কচিকাচার মেলার মিটিং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা দেয়া হবে বলে দাবি করেছেন।