এস এ খালেকের মৃত্যুতে তারেক রহমানের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ১১:২৯ এএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
সাবেক এমপি ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এসএ খালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ইন্তেকাল করেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে দেয়া শোক বার্তা তারেক রহমান বলেছেন, ‘মরহুম এস এ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তাঁর সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’