বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ ইয়াহিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:০৮ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মুহাম্মদ ইয়াহিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় আবু নাসের মুহাম্মদ ইয়াহিয়াকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
আবু নাসের মুহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।