পিনাকীর শঙ্কা: সেনাপ্রধানের কাছে ভারতের ৫ প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৫:০০ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
ফ্রান্স প্রবাসী সাহসী ইউটিউব ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্য বলেছেন, সেনাপ্রধান ওয়াকার উজ জামান ভারতের ৫টি প্রত্যাশা পূরণে কাজ করছেন। প্রত্যাশাগুলো হলো -
১. নতুন কোনো রাজনৈতিক শক্তি যেনো উত্থিত না হয়।
২. আওয়ামী লীগকে যেনো রাজনীতি করতে দেয়া হয়।
৩. জামায়াতকে যেনো কোনো স্পেইস দেয়া না হয়।
৪. বাহাত্তরের সংবিধান যেনো সমুন্নত থাকে।
৫. দ্রুত নির্বাচন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে প্রকাশিত ভিডিও কনটেন্টে পিনাকী এসব শঙ্কা জানান।
বাহাত্তরের সংবিধান নিয়ে মির্জা আব্বাসসহ কয়েকজন বিএনপি নেতার বক্তব্যের সমালোচনাও করেছেন পিনাকী ভট্টাচার্য।
বিএনপির ক্ষমতায় গেলেও সংবিধান বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা থাকবে না বলেও মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।
শেখ মুজিবের ছবি খন্দকার মুশতাক নামিয়েছিলো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তুলেছিলেন - রিজভী আহমেদের এমন বক্তব্যেরও সমালোচনা করেন পিনাকী।
নাগরিক কমিটি এবং জামায়াত বিএনপির বঞ্চিত প্রার্থীদের নির্বাচনে প্রার্থী করবে বলেও মন্তব্য করেন তিনি।
দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা ভোট দিতে পারে না বলে স্বৈরতন্ত্র তৈরি হয় এবং এই আদর্শ পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের তৈরি করা বলে দাবি করেন পিনাকী ভট্টাচার্য। বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে দেয়া সকল ক্ষমতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান বাহাত্তরের সংবিধানে নেই বলেও উল্লেখ করেন পিনাকী।
এছাড়া বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই করিতে পারেনা বলেও দাবি করে রাষ্ট্রপতির ক্ষমতাকে ভুয়া হিসেবে মন্তব্য করেন পিনাকী।