ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০৪:৫৯ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগান নিয়ে এই সংগঠনটি ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত, দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এরপর বিকেলে সেখানে আলোচনা সভা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে সন্ধ্যা থেকে রাত অব্দি আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশে সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় বর্ণাঢ্য র্যালি হবে।
এছাড়াও আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্রদলের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা- যেকোনো একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে উল্লেখযোগ্য অবস্থান ছিল ছাত্রদলের। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে ছাত্রদলকে। ২০০৯ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে বিএনপির এই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন পরিবেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দীর্ঘ দেড় দশক সাংগঠনিকভাবে কোণঠাসায় থাকা ছাত্রদল শেখ হাসিনার পতনের পর সারাদেশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। ছাত্রসমাজের আস্থা ধরে রাখতে তৎপরতা চালাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার সাড়ে চার দশকে এসে অতীতের সোনালী গৌরব পুনরুদ্ধারে সক্রিয় এখন ছাত্রদল। তবে কমিটিতে আধিপত্য বিস্তার, দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করার কারণে অভ্যন্তরীণ কিছু সংকটও রয়েছে ছাত্রদলের।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ী হিসেবে ছাত্রসমাজসহ দলীয় নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠেনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।