যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৮ জনকে আসামী করে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ পিএম, ২৯ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গত ২৭ মার্চে আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচীর ঘটনায় গতকাল রবিবার (২৮মার্চ) পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় ১৪৩,১৮৬,৩৩২,৩৫৩ ও ৫০৬ ধারায় ২৮ জনকে আসামী এবং অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।
দলীয় সুত্রে জানা যায় ঐ ঘটনার দিন শান্তিপূর্ন কর্মসুচীতে পুলিশ নেতৃবৃন্দের উপর লাঠিচার্জ করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশ স্বেচ্ছাসেবক দলের শহর শাখার সভাপতি হাসানুজ্জামান মৃধা, জেলা যুবদলের কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও ছাত্রদল নেতা হেমায়েত হোসেনকে আটক করে।
এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা ছাত্রদল নেত আব্দুল আল মামুন রতন, ইশতিয়াক, সাজ্জাদ,মহানগর ছাত্রদল নেতা রিমু, লিংকন, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি সিদ্দিকসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্তত ২৫ জন আহত হয় ।