ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল হতে আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, স্বেচ্ছাসেবক দলের শহর শাখার সভাপতি হাসানুজ্জামান মৃধা, জেলা যুবদলের কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও ছাত্রদল নেতা হেমায়েত হোসেন।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন বলেন গতকাল শনিবার (২৭ মার্চ) দুপুর তিনটার দিকে আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে মিছিল করার জন্য জড়ো হতে গেলে পুলিশ ব্যানার কেড়ে নেয় ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
এতে ১৫ জনের মতো আহত হন। পুলিশ সেখান হতে চারজনকে আটক করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারন সম্পাদক রাকিবুল ইসলামসহ প্রায় শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।