ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:১১ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রুহিয়া থানা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে রুহিয়া ডিগ্রি কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
সভায় আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, বিগত জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীরা কি ধরনের শিক্ষাব্যবস্থা চায়, শিক্ষাঙ্গনে পরিবেশ কি রকম হওয়া উচিত এবং ছাত্র রাজনীতিতে তাঁরা কি ধরনের গুণগত পরিবর্তন চায়। এসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলার জন্যে তাদের মনের ভাষা বুঝার জন্যে আমরা এসেছি৷।
তিনি আরো বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে যে ছাত্র সংগঠন বেশি রক্ত দিয়েছে সেই ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা এই ছাত্রদল জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের উদ্দেশ্যকে ধারণ করে শিক্ষাঙ্গনে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে এবং সর্বোপরি একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, ছাত্রনেতা বাবু ইসলাম, রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলু, সদস্যসচিব আল-সাদিক মিলন, রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাকিল, রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রেদুয়ানুল হক বিশ্বাস, রাহি, সাধারণ সম্পাদক মো ইউনুস, সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম, ছাত্রনেতা হাসান আল কামুন, আদনান সাকিব, কালাম, অংকনসহ অন্যান্য নেতাকর্মী।
দিনকাল/এমএইচআর