বৈদেশিক মুদ্রাবাজার অস্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:১৮ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ডলারের দামে বড় ধরনের ওঠানামার ফলে দেশের বৈদেশিক মুদ্রার বাজার আবারও অস্থির হয়ে পড়েছে।
শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং আকর্ষণীয় রপ্তানি আয় থাকা সত্ত্বেও রেমিট্যান্স ডলারের বিনিময় হার গত সপ্তাহে বেড়ে ১২৮ টাকায় পৌঁছেছে, যেখানে নভেম্বর মাসে এ হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে ছিল।
এ পরিস্থিতিতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী সোমবার এক বৈঠকে সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কয়েকজন ব্যাংকার জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে এ হার মেনে চলার নির্দেশ দিয়েছে।
বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক এর আনুষ্ঠানিক বিনিময় হার বর্তমান ১২০ টাকা থেকে ১২৩ টাকায় সংশোধন করতে পারে।
এ হার বাড়ার পেছনের কারণ ব্যাখ্যা করে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা বলেন, বিনিময় হারে আরও নমনীয়তা গ্রহণের ফলে ডলারের দাম আরও উঠবে বলে আশা করা হচ্ছে।
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেছেন, ডলারের বাজারে তারল্য থাকা সত্ত্বেও ১২৮ টাকার বিনিময় হার একেবারেই অযৌক্তিক। তিনি জানান, এক্সচেঞ্জ হাউসগুলো বিনিময় হারের ক্রমবর্ধমান নমনীয়তার সুযোগ নিচ্ছে। তিনি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর নির্ধারিত ১২৩ টাকার রেটকে যৌক্তিক মনে করেন।