৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:২২ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সফরসঙ্গী হবেন চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ ১৫ জনের দল।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার।
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দিন এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ জানুয়ারি ঘিরে প্রস্তুতি নেয়া হচ্ছে।'
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়াও দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।