চট্টগ্রাম বিএনপির তিন নেতার দলীয় পদ ফেরত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৭:৪৬ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে দলীয় পদ ফেরত দেয়া হয়েছে।
আজ (বুধবার) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি রাতের আধাঁরে গোপনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছিলো তাদের বিরুদ্ধে।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিগুলো বলা হয়, "ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।"