১৫০ কোটি টাকা কর দেয়নি ইউনিয়ন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:১১ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বার বার তাগাদা দেয়ার পরও সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা পরিশোধ করছে না ইউনিয়ন ব্যাংক পিএলসি।
তিনটি পে অর্ডারের মাধ্যমে ট্যাক্স পরিশোধের নির্দেশ দেয়া হলেও কর অফিস (কর অঞ্চল- ১) নিতে পারেনি। এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 'নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট' এ মামলার কথা বলছে ট্যাক্স অফিস। আগামী ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়েছে ওই অফিসে।
এ সংক্রান্ত চিঠির অনুলিপিতেও দেখা যায়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর অফিসে হাজির হতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা বা জরিমানা করা হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাদেরকে তলব করেছে কর অফিস।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকর্তােো জানান, আলোচ্য আইনে মামলা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং প্রদেয় তিনগুণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
সম্প্রতি ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থসহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক— যার একটি অংশ ইউনিয়ন ব্যাংকও পেয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাওয়া সত্ত্বেও ব্যাংকটি সরকারের ট্যাক্সের টাকা শোধ করেনি বলে অভিযোগ উঠেছে।