রূপালী ব্যাংকের এমডি ওয়াহিদুল ইসলাম, বেতন ৬ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৪২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কাজী মো. ওয়াহিদুল ইসলামের নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। তাঁর মাসিক বেতন ধরা হয়েছে মোট ছয় লাখ টাকা।
আজ মঙ্গলবার রূপালী ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এমডির নিয়োগ অনুমোদনের বিষয়টি জানায় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, কাজী মো. ওয়াহিদুল ইসলামকে চার লাখ টাকা মূল বেতন দেওয়া হবে। এর সঙ্গে তিনি বাড়িভাড়া বাবদ ৭৫ হাজার টাকা, বাড়ি রক্ষণাবেক্ষণে ২৫ হাজার টাকা, চিকিৎসায় ৪০ হাজার টাকা, আপ্যায়নে ৩০ হাজার টাকা ও পরিষেবা ভাতা হিসেবে ৩০ হাজার টাকা পাবেন। তাতে মাসে সব মিলিয়ে তাঁর বেতন–ভাতা দাঁড়াবে ছয় লাখ টাকা।
কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য কাজী মো. ওয়াহিদুল ইসলামকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বেতন-ভাতার ওপর পরিশোধযোগ্য আয়কর তিনি নিজে বহন করবেন।
১২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওয়াহিদুল ইসলামকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)—এই ছয় ব্যাংকের এমডিদের সরিয়ে দেয়া হয়। তখন রূপালী ব্যাংকের এমডি পদে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর।