১ মাস বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:১৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪–২৫ করবর্ষে কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জারি করা এক আদেশে বলা হয়েছে, এ বাড়তি সময়ের মধ্যে অনলাইন ই-রিটার্ন বা কাগজে জমা দেওয়া রিটার্ন — যেকোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো জরিমানা দিতে হবে না।
এদিকে আরেকটি আদেশে কোম্পানিগুলোর জন্য কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড।