কাপাসিয়ায় ইউপি মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ১১ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের সাবেক মহিলা মেম্বারের বাড়িতে পূর্ব শত্রুতা বশত অগ্নিসংযোগের ঘটনায় প্রতিপক্ষের ১২ জনের নামে কাপাসিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-৪ তারিখ ৫/৪/২০২১)। কাপাসিয়া থানার এস আই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
এজাহার ও পারিবারিক সূত্রে জানাযায়, গত মার্চ মাসের ২৯ তারিখ গভীর রাতে প্রতিবেশী মিজান, তাইজ উদ্দিন, আবুল হোসেন, নাজিম উদ্দিন, তানিয়া, মরিয়ম, মাহমুদা, নাজমীম, ফাতেমা পূর্ব শত্রুতার জেরে গ্যাস ম্যাচ দিয়ে ইউপি মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে নগদ টাকা পয়সা, দলিল, স্বর্ণের চেইন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। বিভিন্ন সময়ে প্রতিপক্ষ আদালতে ও থানায় ৮ টি মামলা দায়ের করেন। মেম্বারের পরিবারে লোকজন পলাতক থাকার সুযোগে প্রতিপক্ষ এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে রাবেয়া খাতুন জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিরা একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মামলার বিবাদী মিজানুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।