আড়াইহাজারে বিএনপির ১২০ জন নেতাকর্মীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১২:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রা কর্মসূচীতে পুলিশ হামলা, গুলি নেতাকর্মী আহত হয়ায় ঘটনায় পুলিশ মামলা করেছে। বিএনপি নেতাকর্মীদের বিরদ্ধে এই মিথ্যা ও বানোয়াট মামলা করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানয়েছেন, জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ। মামলায় বেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নুর-ই-আলম সিদ্দিকী বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/ ৭০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা ইয়াকুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ বাধা দেয় বিএনপি নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে পুলিশ হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা- পুলিশ ধাওয়া-পাল্টা ধাাওয়া হয়। পুলিশ টিয়ার শেল গ্যাস ও গুলি ছুড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধসহ ২০ নেতাকর্মী আহত হন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে দেয়। তারা গাড়ি চলাচল রোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা রাস্তা ছাড়তে রাজী হয়নি।