কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চোর পুলিশ খেলার মত কুড়িগ্রামে পালিত হচ্ছে লকডাউন। আইন শৃংখলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকান। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই দোকান খুলছেন ব্যবসায়ীরা। এরকম ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে কুড়িগ্রামে লকডাউন। জেলা প্রশাসন বলছে প্রথম দিন লোকজনকে শতর্ক করে দেয়া হচ্ছে। এরপর কঠোর অবস্থানে যাওয়া হবে। এদিকে স্বাস্থ্য বিভাগের জোড় প্রচার সত্বেও ১৬হাজার ১৭৫জন মানুষ এখনো ডোজ গ্রহন করেননি। ফলে টার্গেট পুরণ না হওয়ায় আগামি ৮ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ চলমান থাকবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
লকডাউনকে লক্ষ্য করে আজ সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর তোড়জোর লক্ষ্য করা গেলেও দুপুরের পর কিছুটা শিথিল অবস্থা লক্ষ্য করা যায়। এসময় যত্রতত্র লোক সমাগম, যানবাহন চলাচল ও দোকানপাট খোলা লক্ষ্য করা যায়।
এদিকে সকালে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করার সময় মাস্ক না পরার অপরাধে দন্ডবিধি আইন ১৮৬০/২৬৯ ধারায় জেলা শহরে ১১জন ব্যক্তির নামে ১১টি মামলা এবং ১ হাজার ২৫০ টাকা জরিমান আদায় করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। তার সঙ্গে ছিলেন সদর উপজেলার সেনিটারী অফিসার মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
অপরদিকে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ শহরের বড় বড় হাট-বাজারগুলোতে হ্যান্ড মাইকের মাধ্যমে সতর্কমূলক বার্তা প্রচারণা করে। দুপুরে সরকারি নিয়ম উপেক্ষা করে যাত্রী নিয়ে দুরপাল্লার বাস চলাচলের অপরাধে শহরের কাঁঠালবাড়ী এলাকা থেকে একটি যাত্রীসহ বাস জব্দ করা হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের টিকা সম্পর্কে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, কুড়িগ্রামে প্রাপ্ত ৬০ হাজার ডোজের মধ্যে ৪৩ হাজার ৮২৫জনকে ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানে ডোজ আছে ১৪ হাজার ৯৯০টি এবং নষ্ট হয়েছে ১ হাজার ১৭৫টি। প্রথম ডোজ অব্যাহত থাকার পাশাপাশি আগামি ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করা হবে বলে এই শীর্ষ কর্মকর্তা জানান। এছাড়াও এই কর্মকর্তা জানান, আগমি ২৪ এপ্রিল পর্যন্ত সংরক্ষিক টিকাগুলোর কার্যক্ষমতা রয়েছে।
লকডাউন পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রথমদিন লোকজনকে সতর্ক করে দেয়া হচ্ছে। আগামিকাল থেকে কঠোরভাবে এটি মানা হবে। অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।