কুড়িগ্রামে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪২ পিএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:৪৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস এবং গণতন্ত্র মুক্তির জন্য ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পোষ্টাফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে জাহাজঘর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা সফিকুল ইসলাম সফি মুনসী, গোলাম রব্বানী, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকদলের সদস্য সচিব রিপন রহমান, জেলা ছাত্রদলের হাসনাত হিরক প্রমুখ।
অপর দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে কেন্দ্রীয় বাজার থেকে আর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পরে দাদামোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সহ সভাপতিঅধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি প্রভাষক গোলাম রসূল রাজা, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনা, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।
বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ১০ দফার ভিত্তিতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানান। পাশাপাশি কুড়িগ্রামের সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অসুস্থ কারাবন্দী অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।