সুরভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:০৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন সুরভির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডার চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি সুরভি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ অবধি সুবিধা বঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবী সংগঠন সুরভি নিরলসভাবে কাজ করে আসছে। আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার লক্ষ্যে শিশুরা পড়ালেখা করে আসছে। তারা সফলও হয়েছে। এখানকার লাখ লাখ শিশু আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের দাঁড় করিয়েছে। সুরভিতে সাধারণ শিক্ষার পাশাপাশি গান-বাজনাসহ অন্যান্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষা দেয়া হয়। সুরভি আজ দেশব্যাপী এক সফল সংগঠন হিসেবে পরিচিতি পাচ্ছে।