শাজাহানপুরে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:১৭ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে চোপীনগর হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান, সদস্য সচিব হাসান আলীসহ উপজেলা বিএনপি ও ৯টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা। দোয়া মাহফিল শেষে এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।