বগুড়ায় পিস্তলসহ দাদন ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:০৭ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার গাবতলী উপজেলায় পিস্তলসহ এক দাদন ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গাবতলী থানার পরিদর্শক লাল মিয়া জানান, উপজেলার ভাণ্ডারা চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহীন উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক লাল মিয়া জানান, “শাহীন এলাকায় দাদন ব্যবসা করতেন। টাকা দিয়ে সুদ নিতেন। দাদন ব্যবসায় টাকা-পয়সা লেনদেনের ঝামেলা দেখা দেয়।
একপর্যায়ে সোমবার বিকালে বাগবিতণ্ডা হলে শাহীন জনসম্মুখে গুলিভরা পিস্তল বের করেন। পরে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।
শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পরিদর্শক লাল মিয়া।