মহাদেবপুরে বিএনপির সৌহার্দ ও সম্প্রীতি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০২:৩৯ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
“আওয়ামী লীগ যা করেছে তা করা যাবেনা, গুম, খুন, হত্যা, চাঁদাবাজী, জমি দখল, বাড়িঘরে হামলা, মামলা, মারপিট, প্রভার বিস্তার প্রভৃতি করা যাবেনা, সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের যে কোন সমস্যা সমাধানে সহযোগীতা করতে হবে, তাদের ভালবাসা অর্জন করতে হবে” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নির্দেশ বাস্তবায়নে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে খাজুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী নারী-পুরুষের আগমনে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। সভায় বিশেষ করে অসংখ্য হিন্দু মহিলার আগমন সকলের চোখে পড়ে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল প্রধান বক্তা এবং সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি মহিউদ্দিন মাস্টার, সহ-সভাপতি ও চাঁন্দাশ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মাস্টার, সহ-সভাপতি ও খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল এতে সভাপতিত্ব করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, খাজুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, খাজুর ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, আহ্বায়ক কমিটির ১নং সদস্য আতিকুর রহমান আতিক, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক নজরুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা এমদাদুল হক, মাহবুব হোসেন, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, সদস্য চঞ্চল রহমান, খাইরুল ইসলাম, সোহাগ হোসেন বাবু, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক স¤পাদক এরশাদ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী কুমার মন্ডল রনি, গোলাম কিবরিয়া, ছাত্রদল নেতা রহমত আলী প্রমূখ।
দিনকাল/এসএস