হ্যাপি নিউ ইয়ার, প্রত্যাশা দ্রুত নির্বাচনের
আবু ফাহাদ, দিনকাল
প্রকাশ: ১২:৪৮ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০২:২১ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
২০২৫ সালের সূচনার সঙ্গে বিদায় নিয়েছে ২০২৪। গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নতুন বছরে সবার প্রত্যাশা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে। ভোটে অধিকার ফিরবে। বাক স্বাধীনতার সাথে ফিরবে সমান অধিকার। ঐক্য অটুট থাকবে ভবিষ্যৎ বিনির্মানে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাজনৈতিক সমঝোতার পাশাপাশি গণহত্যাকারী আর তার দোসরদের পুনর্বাসন বন্ধ হবে।
দ্রুত বিচার হবে গত ১৬ বছরের জুলুম নির্যাতনের, গুম খুনের। নতুন বছরে গণমানুষের নেতার নেতৃত্ব ফিরে আসবে নতুন বাংলাদেশে প্রত্যাশা সবার। উৎসবমুখর জীবনের নিশ্চয়তা, নিরাপদ সমাজ ব্যবস্থার পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন পূরণ হোক, বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ আর প্রতিবেশির সাম্রাজ্যবাদ নীতি।
খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বার্তায় বলেন, ''নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রুপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কন্ঠ স্বাধীন থাকবে।''
এছাড়াও নতুন বছরে, হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি উদাত্ত আহবান জানান।