কুয়াশার দাপট বেড়েছে শীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৪:৫৪ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার দাপট। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। আর তাতে বেড়েছে শীত। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা গতকাল বুধবারের চেয়ে কমে গেছে।
এবারের শীতের মৌসুমে এতটা কুয়াশা আগে দেখা যায়নি। ডিসেম্বর মাসে তাপমাত্রা সেই মাত্রায় কমেনি, খুব ঘন কুয়াশাও দেখা যায়নি বেশি সময় ধরে। এর কারণ হলো, গত মাসে অন্তত তিনটি লঘুচাপ দেখা গেছে বঙ্গোপসাগরে। আর লঘুচাপের কারণে দিনের তাপমাত্রা গেছে বেড়ে। তাই শীতও ততটা পড়েনি।
তবে গত মাসের শেষ দিক থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। গতকাল ২০২৫ সালের প্রথম দিনেও তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত কম। আর এর সঙ্গে আছে কুয়াশা।
এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তরের বলছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। আজ শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ, রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকা ও নোয়াখালী পর্যন্ত বিস্তৃত। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম আছে।
এই যে কুয়াশার বিরাট চাদর, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে। যেমন গত বছরের জানুয়ারি মাসে এটি ছিল প্রায় দুই সপ্তাহ ধরে।
রাজধানীতেই গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা, যেটিকে দিনের তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়, রাজধানীতে গতকাল তা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বিনম্ন তাপমাত্রা আরও কমে গেছে। আজ সকাল পৌনে ৯টায় এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দেশের প্রায় প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর ৫১টি স্টেশন থেকে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে। দেখা গেছে, এই ৫১ স্টেশনের মধ্যে গতকাল ৫টিতে শুধু তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে আছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।