বরগুনায় যুবদল নেতা নাসিরকে রগ কেটে হত্যা, জামায়াত–শিবিরের ৮ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৫:২১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাথরঘাটা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বোন রুমী আক্তার।
আসামিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি ঈসা রুহুল্লাহ (৩৮), পৌর ছাত্রশিবিরের সভাপতি কাইউম (২৪), আব্দুস সালাম মুন্সী (৫৫), হাসান (২৫), ইব্রাহিম (১৯), আবু সাঈদ (২৩), রাব্বি (১৯) ও তাঁর বাবা মাহবুব (৫২)। সবাই জামায়াত–শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাসির হত্যাকাণ্ডের ঘটনায় থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে মাহবুব নামে একজনকে আটক করা হয়েছে। শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা যে সংগঠনের সদস্য হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’