ছিনতাইকারীদের হাতে শ্রীপুরে ব্যবসায়ী খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৬ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৫:১০ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
স্ত্রী ও চার সন্তানকে নিয়ে প্রাইভেট কারে ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। যানজটের কারণে শ্রীপুরে শ্বশুরবাড়িতে পৌঁছাতে তাঁদের রাত তিনটা বেজে যায়। তখন হাসিবুলের স্ত্রীকে ঘিরে ধরে ১৫ থেকে ২০ জনের কিশোর-তরুণদের একটি দল। একপর্যায়ে তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাসিবুল বাধা দেন। তখন স্ত্রী-সন্তানদের সামনে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে তারা।
গতকাল বুধবার দিবাগত রাতে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের বাসিন্দা। তবে শ্রীপুরে শ্বশুর মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। সেখানে তাঁর একটি ওষুধের দোকান আছে।
নিহত হাসিবুলের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, তাঁরা রাতের খাবার খেয়ে ঢাকা থেকে শ্রীপুরে আসেন। আজ সন্তানদের স্কুলে ভর্তির কাজ করার কথা ছিল। যানজট থাকায় বাড়িতে পৌঁছাতে রাত পৌনে তিনটা বেজে যায়। বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় রুবেল, রোমান, অন্তরসহ ১৫ থেকে ২০ জন তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে ঘরের চাবি ছিল না। দোকান থেকে স্বামী ওই চাবি নিয়ে ফিরে দেখেন, তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছেন এবং মারধর করছেন। তখন তিনি বাধা দিলে তাঁরা তাঁকে ইটের আঘাত করে হত্যা করেন।