জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিঠাপুকুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৭ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:০৪ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
মিঠাপুকুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে সহস্রাধীক নেতা-কর্মীর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীণ করে। বেলা ১২ টায় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল হোসেন নিক্সন পাইকার ,যুগ্ন-আহব্বায়ক হাবিবুর রহমান লর্ড, রুহুল আমিন খন্দকার জুয়েল, হযরত আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,সদস্য সচিব রুবেল সাদী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ। ঐতিহাসিক ৭ নভেম্বর গুরুত্ব তুলে ধরে এসময় বক্তারা বলেন, সিপাহী জনতা বিপ্লবের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান। দেশবাশীর মুক্তির দূত হিসেবে এদেশের জনগণকে স্বাধীনতার সুফল, মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দেন। বিএনপি সুসংগঠিত একটি জনমানুষের দল। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল আবারও সফল হবে ইনশাআল্লাহ। ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের স্বার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।
আজকে বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। তবে এই অর্ন্তবতীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পরবে। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
দিনকাল/এসএস