ঈশ্বরদীতে বিএনপি নেতাদের কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৭:০৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কারাবন্দী ঈশ্বরদীর বিএনপি নেতা সাবেক দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, হান্নান, বাচ্চু, আমিন এর কারামুক্তি ও সুস্থতা কামনা করে দাশুড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১০ নভেম্বর) ৫ঘটিকায় নওদাপাড়া কোল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান, ঈশ্বরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, যুগ্ন-আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, ছাত্রদল নেতা জীবন মোল্লা, ইব্রাহীম হোসেন, মেরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী।
উক্ত দোয়া মাহফিল দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেসুর রহমান বাবলু, ভিপি শাহীন, পলাশ, হান্নান, বাচ্চু, আমিন এর কারা মুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
দিনকাল/এসএস