রংপুরে নেত্র নিউজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ২৪ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সাবেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় অপর আসামির নাম উল্লেখ না থাকলেও প্রতিষ্ঠান হিসেবে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজকে অভিযুক্ত করা হয়েছে।
আজ বুধবার রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ রংপুর সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার জানান, বুধবার দুপুর ৩টায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি আদালত আমলে নিয়েছেন। মামলার বাদী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্প্রতি ফেসবুকে নেত্র নিউজের একটি ভিডিও নজরে আসে। ভিডিওটি মিথ্যা, মানহানিকর ও আক্রমণাত্মক।’ ‘ভাইরাল হওয়া ওই ভিডিওটি রাষ্ট্র ও সরকারবিরোধী। সেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে,’ অভিযোগে উল্লেখ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের পক্ষের মানুষের অনুভূতিতে মিথ্যা এই অপপ্রচার আঘাত করেছে বলে মামলায় অভিযোগ করেন তিনি।