গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণায় হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ পিএম, ২৪ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:২৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ (মঙ্গলবার) বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে এ রুল জারি করেন।
একইসাথে ঐতিহাসিক এই আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আহত ও গ্রেফতারকৃতদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না এবং ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো এদের কেন আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বাসন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সাথে ছিলেন আইনজীবী মো: রায়হান আলম ও মো: মাকসুদ উল্লাহ।
দিনকাল/এসএস