দায়িত্ব বুঝে নিলেন
পুলিশের ৩৩তম আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০২:৫২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। আজ সকালে তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর।
এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আগামী দুই বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক করে সরকার। নবাগত পুলিশপ্রধান একসময় পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।