নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:৪৫ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরো চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।
অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মো: আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।
এর আগে নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি প্রস্তাবিত ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেন।
সূত্র : ইউএনবি