তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৪ পিএম, ১৯ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালনে ময়মনসিংহ বিভাগীয় টিমের ছাত্রদলের নেতৃবৃন্দ'র উপর পুলিশ কতৃক বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলা'র প্রতিবাদে আজ শনিবার তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি'র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সহ- সভাপতি আজহার হোসেন তালুকদার, এ.কে. এম মাসুদ, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন, ফুলপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম জুয়েল, রনজিত শর্মা কাঞ্চন, রুবেল মিয়া, মোবারক খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আমির হাসান স্বপন, ছাত্রনেতা আল আমিন, শামিম, মাজেদুল, আরিফ মন্ডল,ফাহিম, মোনতাছির, কায়েস, মিয়াদ, শিশির, সুজন, কেফায়েত, শামিম, আশিক, আজহারুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্ল্যক্ষ্য, ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ২টি মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০-৫০০ ব্যক্তিকে। এখন পর্যন্ত পুলিশ একাদিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণ করে। এতে ছাত্রদলের ২০ নেতা–কর্মী আহত হন, তাঁদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের পর থেকে ২৮ নেতা–কর্মী নিখোঁজ রয়েছেন এবং পুলিশ ২২টি মোটরসাইকেল জব্দ করেছে।