বয়স্ক ব্যক্তির ভাতার টাকা উদ্ধার করলো থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ১৬ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০১:০১ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পাইকগাছা থানা পুলিশ খোয়া যাওয়া বয়স্ক ভাতার টাকা উদ্ধার করে উপকারভোগীর নিকট হস্তান্তর করেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের উপস্থিতিতে থানা পুলিশ উপকারভোগী আরশাদ আলীর নিকট উদ্ধারকৃত টাকা হস্তান্তর করে। ভাতার টাকা ফেরৎ পেয়ে ওসি এজাজ শফীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আরশাদ আলী।
জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত পান্দার আলী গাজীর ছেলে আরশাদ আলী গাজী (৭২) একজন বয়স্ক ভাতাভোগী। গত ১২/০৫/২০২১ তারিখে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ এর মাধ্যমে আরশাদ আলীকে অক্টোবর ২০২০ থেকে মার্চ ২০২১ ছয় মাসের ভাতার টাকা বাবদ ৩ হাজার ৪৪ টাকা তার মোবাইলে প্রেরণ করে। এর একদিন পরে ১৪ মে এলাকার কতিপয় এক যুবক আরশাদ আলীর মোবাইল থেকে তার ব্যক্তিগত মোবাইলে সমস্ত টাকা নিয়ে নেয়। এ ঘটনায় আরশাদ আলী ৯ জুন থানায় জিডি করে। যার নং- ৪৬৪। পরবর্তীতে থানার ওসি এজাজ শফীর নির্দেশনায় এএসআই নাজমুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে কতিপয় ওই যুবকের কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করে।