হারুন-বিপ্লব কোথায়, জানে না ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ৫ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:১৫ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
যেসব পুলিশ কর্মকর্তারা অপরাধে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোথায়, তা জানে না ডিবি।
আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অনেক পুলিশ কর্মকর্তাই বিভিন্ন মামলায় আসামি, তারা এখনো পলাতক। এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, অপরাধের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের আমরা আইনের আওতায় আনব। পলাতকদের খুঁজে বের করা হবে।
এসময় ডিবি অফিসে আর কোনো আয়নার ঘর, ভাতের হোটেল থাকবে না বলেও জানান অতিরিক্ত কমিশনার।
ঢালাও মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, এজাহারভুক্ত যারা আসামি আমরা তদন্ত করে শুধু তাদেরই গ্রেপ্তার করছি।
দিনকাল/এসএস