যুবদল নেতা শাওনের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩৭ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করে। গুলিতে ভীষণ গুরুতর আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠীর আমলে সাধারণ মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের কোনো নেতাকর্মীরই জানমালের কোনো নিরাপত্তা নেই। মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণে গুরুতর আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দলের জন্য তার এই মর্মান্তিক মৃত্যু নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় ও অনুপ্রেরণা হয়ে থাকবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিধন করার মাধ্যমে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় দুস্কৃতিকারিদের লেলিয়ে দিয়েছে। গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে আইন শৃঙ্খলা বাহিনীর নির্দয় গুলিবর্ষণ, শতাধিক নেতাকর্মীকে আহত এবং গুলিতে গুরুতর আহত যুবদল নেতা শাওনের মৃত্যু আওয়ামী সরকারের শাসনামলে আরও একটি কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমি শহীদুল ইসলাম শাওন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন এর মৃত্যুতে শোক প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী শহীদুল ইসলাম শাওন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের মাধ্যমে যে ইতিহাস রচনা করলো-তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মরহুম শহীদুল ইসলাম শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনো দিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের সকল অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এই যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজ্ঞাবাহী পুলিশ বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপির যেকোনো কর্মসূচিতে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ছে, নেতাকর্মীদেরকে গুরুতর আহত করছে, প্রাণ কেড়ে নিচ্ছে। পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশুন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।
তিনি আরও বলেন, আমি শহীদুল ইসলাম শাওন এর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"