দেবিদ্বারে বিএনপি’র কর্মী সম্মেলন
“আমরা অর্ধেক বিজয় অর্জন করেছি, ভোটের মাধ্যমে বিএনপির জয় হলে তবেই পূর্ণ বিজয়ী হবো” - তারেক মুন্সি
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ১২:৫৬ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৫১ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
ছাত্র-জনতার আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে- ‘আমরা অর্ধেক বিজয় অর্জন করেছি, ভোটের মাধ্যমে বিএনপির জয় হলে তবেই পূর্ণ বিজয়ী হবো’। গত ১৫ বছর এদেশের মানুষের উপর যে অত্যাচার-অবিচার এই হাসিনা সরকার করেছে, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করেছে, জেলে পাঠিয়েছে, গুম করেছে তার বিচার এদেশের মাটিতেই করা হবে। দেশের মানুষের জন্য যে মানুষটি সর্ব সময় ফ্যাসিবাদের লড়াই করেছেন, তিনি আর কেউ নন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর নির্বাচনে বিএনপির জয় হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগস্ট বিপ্লবে শুধু মাত্র দেবিদ্বার উপজেলার ১২জনকে হত্যা করা হয়েছে। তার মধ্যে ৪ আগস্ট দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসী আবুল কালাম আজাদ বাহিনীর হাতে শহীদ রুবেল স্বেচ্ছাসেবকদল নেতা ছিলেন। আমরা সেসব সন্ত্রাসী, খুনিদের খুঁজে এনে দেবিদ্বারের মাটিতে আমাদের ভাই-সন্তানের হত্যার বিচার করবো।
তারেক মুন্সি বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার পরম বন্ধু মুদির অন্দর মহলে বসে বসে কুটুস করে দেশে আসার চিন্তা করছে। খুনি হাসিনা দেশে আসলে আমরাও টুপুস করে তাকে জেলে পুরে দিবো।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল হক সরকার, সদস্য সচিব মোঃ কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ রহমান, সদস্য সচিব আলিম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, পৌর যুবদলের সভাপতি শাহ্ জামান, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক শাজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, যুগ্ম-আহ্বায়ক আকিবুল আলীম, শরিফ উদ্দিন সোহেল, ইঞ্জিঃ শরিফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম ইমরান হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, সদস্য সচিব নাজমুল হাসান, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ খোকন, আবদুর রহমান, সফিকুল ইসলাম, যুবদল নেতা শেখ ফরিদ, একেএম সফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মাসুম, আবদুর রহিম, মোস্তাকিমসহ আরো অনেকে।