বাংলার মানচিত্রকে উনি (শেখ হাসিনা) রক্তাক্ত করেছেন : লালপুরে ডা. রাজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:১০ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আব্দুর রশিদের কি দোষ ছিল? সে এই দেশের মানুষের অধিকার আদায় করতে চেয়েছিল। সে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, সে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছিল, সে দেশ নায়ক তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চেয়েছিল। অথচ, আমার ভাই আব্দুর রশিদকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ড, গত ১০-১৫ বছরে বিএনপির অজস্র নেতাকর্মীকে হত্যাকাণ্ড, আমার শ্রদ্ধেয় চাচা (বিএনপি নেতা) ইলিয়াস হোসেনকে গুম করে পেটের নাড়িভুড়ি বের করে সাগরে ভাসিয়ে দিয়েছেন এই স্বৈরাচারী হাসিনা। কথায় কথায় উনি বলতেন স্বজন হারানো বেদনা আমার চেয়ে কেউ বোঝেনা অথচ হেলিকপ্টার থেকে গুলি করে শিশু শিশু তরুণ তরুণ হত্যা করেছেন । বাংলার মানচিত্রকে উনি রক্তাক্ত করেছেন। এই গণখুনিকে ধরে এনে উপযুক্ত শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে।
নাটোরের লালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ আব্দুর রশিদের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে করিমপুর সরকারী হাইস্কুল মাঠে চংধুপইল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে ও আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তরের আদাবর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি'র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুর রশিদের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন।
প্রধান বক্তা ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু)। বিশেষ বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেতা ফিরোজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগাতীপাড়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপি'র আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এইচ এম গোলাম মোস্তফা নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঢাকা আদাবর থানার ৩০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জালাল মাতবর,
গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্র সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রশিদ ও সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য - গত ২৯ অক্টোবর ২০২৩ দুপুরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগেরনেতাকর্মীরা
রাজধানীর মোহাম্মদপুর থানার টাউনহল এলাকায় বিএনপি নেতা আব্দুর রশীদ (৩৫) কে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতৃবৃন্দ।
দিনকাল/এসএস