জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া কোন বিকল্প নেই : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০২ পিএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:২৮ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে কোন বিকল্প পথ খোলা নেই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের যাত্রা পথের এটি শুরু মাত্র। জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন। তিনি সকল নেতা-কর্মীকে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, লুটতরাজমুক্ত ও জুলুম মুক্ত বাংলাদেশ পেয়েছে। গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে রাজনীতির ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে গণহত্যার দায়ে ফাঁসি দেওয়ার দাবি জানান এবং বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি কোন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহবান জানান ।
১০ দিনব্যাপী বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১২ নবেম্বর) বিকালে শহরের ফৌজদারী মোড়ে মহান ৭ নবেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি মনজুর কাদের বাবুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব প্রমুখ।
দিনকাল/এসএস