কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান
মোজাহিদ বিল্লাহ, দিনকাল
প্রকাশ: ০১:৪৬ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৪:১০ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল।
গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার ও বিকেল ৪টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে শোকাহত এসব পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে।
মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, "আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে- আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা শহীদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।"
সিনিওর এই সাংবাদিক বলেন, "আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি, যারা বেশি আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০- এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না। আমরা এগুলো ঢাকা শহরে খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।"
তিন বলেন, "দেশের প্রতিটি জেলায় শহীদ ও আহত পরিবারের কাছে আমরা যাবো, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।"
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মাহমুদুল হাসান খান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মোহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ।
এছাড়া কুষ্টিয়া জেলা ছাত্রদল আহবায়ক রাব্বী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল, সদস্য সচিব আশরাফ প্রমুখ।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় শহীদ ১৫টি পরিবার ও চুয়াডাঙ্গায় ১টি শহীদ ও ১টি আহত পরিবারের সাথে মতবিনিময়ের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধি দলটি।