পরশুরামে বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রি’র মৃত্যু; মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৯ পিএম, ২৬ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:১৪ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
ফেনী জেলাধীন পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও পরশুরাম পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোহাম্মদ ইদ্রিস এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। পরশুরাম পৌর বিএনপি’র একজন বলিষ্ঠ নেতা হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের অনুসারী মরহুম মোহাম্মদ ইদ্রিস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন-সংগ্রামে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মোহাম্মদ ইদ্রিস এর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
দিনকাল/এমএইচআর