প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে। আর পেছনের আসনে ছিল তাদের দুই আত্মীয়। যাদের সবাই ছিল মাতাল অবস্থায়।