ইকোস অব রেভল্যুশন কনসার্টি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:০৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইবেন রাহাত ফতেহ আলী খান।
রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছে। কনসার্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসেছেন এই পাকিস্তানি শিল্পী।
কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।
ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা।
এ কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেয়া হবে।
কনসার্ট ঘিরে ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটি নির্দেশনা অনুসরন করতে বলেছে ডিএমপি কমিশনার। সাধারণদের বনানী সড়ক এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে রাত ১১টা সবাই এক্সপ্রেস ওয়ে টোল ফ্রি সুবিধা ভোগ করবেন।