উত্তরায় রেস্তোরাঁতে আগুন, আটকে আছেন অনেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৩:৩২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন।
ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে।